রাশিয়াকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে: বাইডেন
এ যুদ্ধে হওয়া ‘মৃত্যু ও ধ্বংসযজ্ঞের জন্য রাশিয়া একা দায়ী’ থাকবে।
প্রথম নিউজ, ঢাকা: ইউক্রেনে কোনো ধরনের ‘উসকানি ছাড়াই’ রুশ সেনাবাহিনীর ‘অন্যায্য’ হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার ভাষায়, এ যুদ্ধে হওয়া ‘মৃত্যু ও ধ্বংসযজ্ঞের জন্য রাশিয়া একা দায়ী’ থাকবে। খবর বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো এক হয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। গোটা বিশ্ব রাশিয়াকেই দুষবে এবং বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে।’
বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন পূর্বপরিকল্পিত একটি যুদ্ধ শুরু করেছেন, যার কারণে বহু প্রাণহানি এবং মানুষের জানমালের অবর্ণনীয় ক্ষয়ক্ষতি হবে। এ আক্রমণের ফলে যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ হবে, তার জন্য রাশিয়া একাই দায়ী থাকবে।
বাইডেন জানান, রাশিয়া কী পরিণতি ভোগ করতে যাচ্ছে, সে বিষয়ে আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: