বাবার বকুনিতে যুবকের আত্মহত্যা
সাব্বিরের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মুগদায় সাব্বির হোসেন (১৯) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাতে মুগদার উত্তর মান্ডায় এ ঘটনা ঘটে। সাব্বিরের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
তার বাবা আজিজুল হক বলেন, আজ সকালে কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। আমার কাছে টাকা চাইলে আমি নাই বলে দেই। এই নিয়ে তাকে বকাও দেই। পরে সবার অগোচরে গলায় ফাঁস দেয়। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমরা মুগদা থানার উত্তর মালদার সরদারবাড়ি গলির ১৮৯ নম্বর বাসায় থাকি।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সুবায়দুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠাই। নিহত যুবকের বাবা আমাদের জানায় কিস্তির টাকা নিয়ে বকা দিলে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews