বাবার ইটের আঘাতে প্রাণ গেলো ছেলের
প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমির বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে বাবার ইটের আঘাতে জিয়ারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জুন) সকালে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ি বরিন্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জমি বিক্রির ৪৩ হাজার টাকা নিয়ে জয়নুদ্দিন ও তার ছেলে জিয়ারুল ইসলামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জয়নুদ্দিন ক্ষিপ্ত হয়ে ছেলের পেটের ডানপাশে ইট দিয়ে আঘাত করেন। এসময় ঘটনাস্থলেই জিয়ারুল মারা যান।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।