বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দগ্ধ ২ জন শেখ হাসিনা বার্নে

গাজীপুর কাশিমপুর এলাকায় একটি বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে দুইজন দগ্ধ হয়েছেন

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দগ্ধ ২ জন শেখ হাসিনা বার্নে

প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুর কাশিমপুর এলাকায় একটি বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে দুইজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন- মো. সজল (২৮) ও মো. হাবিল (৪৫)।

দগ্ধ দুইজনকে নিয়ে আসা প্রতিবেশী মো. তৌহিদুল ইসলাম জানান, কাশিমপুরের এলাকায় একটি বাসায় আমরা সবাই ভাড়া থাকি। তাদের চিৎকার শুনে বাসায় গিয়ে দেখি দগ্ধ অবস্থায় দুজনই পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন  ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আমরা জানতে পেরেছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, দগ্ধ দুইজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে সজলের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। হাবিল নামে একজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরেরও কিছু অংশ দগ্ধ হয়েছে।