‘বৃথা চেষ্টা করবেন না’

‘বৃথা চেষ্টা করবেন না’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: টলিউডে অভিনেতা-অভিনেত্রীদের কাজ দর্শকদের পছন্দ না হলে তা নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়। তেমনটাই ঘটেছে দেবলীনার ক্ষেত্রে। নেটিজেনরা দেবলীনার নতুন ছবি দেখে শুরু করেছেন নানা সমালোচনা। প্রতিদিন নিত্যনতুন পোস্ট করেন অভিনেত্রী। কখনো তিনি নাচ করছেন, কখনো সাইকেল চালাচ্ছেন, আবার কখনো জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন। সম্প্রতি স্বামী গৌরব চট্টোপাধ্যায় এবং ঘনিষ্ঠ কিছু বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। শহর ছাড়িয়ে একটি রাজবাড়ীতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম প্রযোজক এবং তার স্ত্রীও। একসঙ্গে মজা করে কাটালেন সপ্তাহের শেষটা। সেখানেই সুইমিং পুলে নেমে নিওন রঙের স্নানপোশাকে পানিতে ডুব দেবার ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এমন ছবি নিয়ে নেটিজেনরা কটাক্ষ শুরু করেছেন। কিছুদিন আগে আলিয়া ভাটের এমন বিশেষ ফটোশুট ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার দেবলীনার ছবি দেখে অনুরাগীরা টেনে আনলেন সেই তুলনা। অনেকেই লিখেছেন, আপনি আলিয়া সাজার চেষ্টা করবেন না। কেউ বলেছেন, শুধু শুধু আলিয়া সাজার চেষ্টা করছেন, এমন বৃথা চেষ্টা করবেন না। তবে কোনো মন্তব্যেরই উত্তর দেননি দেবলীনা। কিছুদিন আগে ছোট পর্দার একটি সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করছিলেন। তবে সে গল্পে খুব বেশিদিন অভিনয় করেননি দেবলীনা। সম্প্রতি তাকে দেখা গেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ’-এর ট্রেলারেও। এই ছবিতে মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়ের পাশাপাশি দেবলীনাকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।