বছরের শুরুতেই আর্থিক তছরুপ মামলায় আদালতে জ্যাকুলিন

বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজকে বছরের শুরুতেই আর্থিক তছরুপ মামলায় আদালতে হাজিরা দিতে হয়েছে

 বছরের শুরুতেই আর্থিক তছরুপ মামলায় আদালতে জ্যাকুলিন
 বছরের শুরুতেই আর্থিক তছরুপ মামলায় আদালতে জ্যাকুলিন

প্রথম নিউজ, ডেস্ক : বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজকে বছরের শুরুতেই আর্থিক তছরুপ মামলায় আদালতে হাজিরা দিতে হয়েছে। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় অভিনেত্রীকে ফের ডেকে পাঠিয়েছিল আদালত।

এই মামলার তদন্তভার রয়েছে ইডির হাতে। সে কারণেই পাতিয়ালা হাউজ কোর্টে ৬ জানুয়ারি হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিনকে।

গত বছর ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জ্যাকুলিন এবং রণবীর সিং অভিনীত রোম্যান্টিক কমেডি ‘সার্কাস’। বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি এই ছবি। নতুন সিনেমা মুক্তির পরেই বৈষ্ণোদেবীর দরবারে পাড়ি দিয়েছিলেন জ্যাকুলিন। তবে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত কোনো ছবি শেয়ার করেননি তিনি। সংবাদমাধ্যমের নজর এড়িয়েই বৈষ্ণোদেবী পৌঁছান অভিনেত্রী।

তবে দর্শন করেই তড়িঘড়ি ফিরে আসতে হয় অভিনেত্রীকে। কারণ তার হাজিরার দিন এগিয়ে আসছিল। এর আগে গত ২০ ডিসেম্বর, দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন। এখন পর্যন্ত ইডির তরফে সম্পূর্ণ চার্জশিট জ্যাকুলিনের হাতে আসেনি। ১৫ নভেম্বর আর্থিক তছরুপের মামলায় জামিনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল জ্যাকুলিনের।

২ লাখ রুপির বন্ডে জামিন পেয়েছেন জ্যাকুলিন। তবে এখনই দেশের বাইরে যাওয়ার অনুমতি পাননি অভিনেত্রী তাকে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। অক্টোবর মাসে জামিন পান অভিনেত্রী।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom