ছোট পর্দায় আজকের অনুষ্ঠান

ছোট পর্দায় আজকের অনুষ্ঠান

প্রথম নিউজ, ডেস্ক : Share to TwitterShare to GmailShare to WhatsAppShare to MessengerShare to PrintFriendlyShare to More
এনটিভিতে ‘হাওয়াই মিঠাই’
এনটিভিতে আজ ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাওয়াই মিঠাই’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে। পান্থ শাহ্‌রিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন এফ এস নাঈম, মামুনর রশীদ, রোজী সিদ্দিকী, নাবিলা ইসলাম, নাদিয়া মীম, ফারুক আহমেদ, মারজুক রাসেল, সোহেল খান, শামীমা নাজনীন, এ্যালেন শুভ্র, মাসুম বাশার, আইনুন পুতুল প্রমুখ।
বাংলাভিশনে ‘হিট’
রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হিট’। রচনা মারুফ রেহমান। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন হাসান মাসুদ, মুকিত জাকারিয়া, সাজু খাদেম, ভাবনা, সারিকা সাবাহ, মনিরা মিঠু, ইশতিয়াক আহমেদ রুমেল, শৈমন্তি সুমী, অনিক রাজু, নীলাঞ্জনা নীল প্রমুখ।
আরটিভিতে ‘শান্তি মলম ১০ টাকা’
আরটিভিতে রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শান্তি মলম ১০ টাকা’। রচনা ও পরিচালনায় হিমু আকরাম।
অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, ঊর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ।
বৈশাখী টিভিতে ‘ভদ্রমহিলা’
রাত ৮টা ৩০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে শুক্রবারের বিশেষ নাটক ‘ভদ্রমহিলা’। অভিনয় করেছেন অপূর্ব, রিচি সোলায়মান, সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ প্রমুখ। এটি  পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
দীপ্ত টিভিতে ‘মাশরাফি জুনিয়র’
দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’ প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে। আহমেদ খান হীরক এর গল্পে এ নাটকের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক, সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমন পরিচালিত ধারাবাহিকটির লাইন প্রডিউসার কিশোর খন্দকার। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিমসহ অনেকে।   

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom