বিচারপতি আবদুর রশিদের জানাজা সম্পন্ন

বিচারপতি আবদুর রশিদের জানাজা সম্পন্ন

প্রথম নিউজ, ঢাকা : আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদের জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার মরদেহের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরসহ আইনজীবী ও তার শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে বিচারপতি মো. আবদুর রশিদের কফিনে ফুল দিয়ে সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।গত ২৪ অক্টোবর আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদ মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। রাজধানীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

বিচারপতি মো. আবদুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ২০০৯ সালের ২০ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে আইন কমিশনের কাজ নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়নের জেরে ২০১০ সালের ১৯ অক্টোবর তিনি পদত্যাগ করেন। হাইকোর্টের বিচারপতি হিসেবে আবদুর রশিদ ২০০৯ সালের ২৬ জানুয়ারি অবসর গ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালের ২৪ অক্টোবর বিচারপতি নিযুক্ত হয়েছিলেন। বিচারপতি হিসেবে রশিদ হাইকোর্টের বিচারপতিদের মামলা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মামলা, সুপ্রিম জুডিশিয়াল কমিশন মামলাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় রায় দেন।