বগুড়ায় জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ

বগুড়ায় জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার
বগুড়ায় জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

প্রথম নিউজ, বগুড়া : বগুড়ার শিবগঞ্জে জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের মৃত জামায়েত নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়ি থেকে তাদের আটক করা হয়। রাতে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- বাংলাদেশ জামায়েতের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য মো. আব্দুল হালিম (৪৮), মো. মোশারফ হোসেন (৪৫), মো. আছার উদ্দীন (৪৪), মো. মমতাজ উদ্দিন (৬৭), মো. আলাল উদ্দিন (৫৩), মো. তোফাজ্জল হোসেন (৫৯), মো. সুলতান মাহমুদ (৫৩), মো. বেলাল উদ্দিন (৫৮) ও মো. শাহ আলম (৫৫)। তারা সবাই শিবগঞ্জের বাসিন্দা।

ওসি মনজুরুল আলম বলেন, সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে গ্রেফতাররা গোপন বৈঠক করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। এ অভিযান পরিচালনাকালে আরও কয়েকজন জামায়াতে সদস্য পালিয়ে যান।

তিনি আরও বলেন, অভিযানে ঘটনাস্থলে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এছাড়া জামায়াতের সদস্যদের ব্যক্তিগত রিপোর্ট বই, ভাউচার রশিদ ও কার্য সভার বইও জব্দ করা হয়। পরে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়। শনিবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: