বাগেরহাটে স্বামী পরিত্যক্তা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
গুরুতর অসুস্থ ওই বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথম নিউজ,বাগেরহাট: বাগেরহাটে স্বামী পরিত্যক্তা এক নারী (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। রোববার (২৪ জুলাই) দিনগত মধ্যরাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ ওই বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, ওই নারী বাদী হয়ে সোমবার (২৫ জুলাই) দুপুরে পাঁচজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন। তবে এখনো কোনো অভিযুক্ত গ্রেফতার হয়নি। পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে।
স্থানীয়রা বলছেন, ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার আশ্রয়ে থেকে যুবলীগ-ছাত্রলীগ নামধারী কিছু বখাটে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা গুরুতর অসুস্থ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান ও বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ওই নারীর সঙ্গে হাসপাতালে কথা বলেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী জানান, রোববার দিনগত রাত ১২টার পরে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) ও রিয়াজ হাওলাদার (২৩) তাকে জাপটে ধরে মুখ চেপে বাড়ির পাশের বাগানে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। ওই নারী আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় নানা ধরণের অপরাধ করাই তাদের কাজ।
এ বিষয়ে ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক মেহেদী হাসান তুপু বলেন, স্বামী পরিত্যক্তা ওই নারীকে ধর্ষণের ঘটনায় জড়িতরা আমার লোক না। তাদের ভালো করে চিনিও না। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই। ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী কোনো সংগঠনের সঙ্গে জড়িত না থাকলে ওরা হাইব্রিড। ওদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমি দ্রুত এসব ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।
বাগেরহাট সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. জিনিয়া ফেরদৌস বলেন, গুরুতর অসুস্থ ওই নারীকে গাইনি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যেই সংঘবদ্ধ ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান জানান, দলবদ্ধ ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোমবার দুপুরে পাঁচজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews