বিএসএমএমইউয়ে প্রথম টেস্টটিউব বেবির জন্ম

বুধবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকে মা ও প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারে সিজারিয়ান সেকশনের মাধ্যমে এ টেস্টটিউব নবজাতকের জন্ম হয়। 

বিএসএমএমইউয়ে প্রথম টেস্টটিউব বেবির জন্ম

প্রথম নিউজ, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো টেস্টটিউব নবজাতকের জন্ম হয়েছে। বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, এটি দেশের চিকিৎসার সেবার ইতিহাসে নতুন একটি মাইলফলক। বুধবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকে মা ও প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারে সিজারিয়ান সেকশনের মাধ্যমে এ টেস্টটিউব নবজাতকের জন্ম হয়। 

জানা গেছে, বরিশালের একটি নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৩ বছর যাবৎ বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছিলেন। আট বছর আগে দম্পতির সমস্যাটির ডায়াগোনোসিস হয়। এ দম্পতি বিভিন্ন জায়গায় বন্ধ্যাত্ব সমস্যা নিরসনে চিকিৎসা নিলেও কোনো সফলতা বা তারা ইন ভিট্রো ফার্টিলাইজেশনের (আইভিএফ) সু-পরামর্শও পাননি।