বিএনপির ১৪ নেতা–কর্মীকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

আগাম জামিন চেয়ে তাঁদের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন

বিএনপির ১৪ নেতা–কর্মীকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
বিএনপির ১৪ নেতা–কর্মীকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম নিউজ, ঢাকা:  রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ১৪ নেতা–কর্মীকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিন চেয়ে তাঁদের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ১৪ নেতা–কর্মী হলেন মিজান, আমীর হোসেন আলমগীর, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম সন্টু, শহীদুল ইসলাম শহীদ, মিজান ব্যাপারী, আসিফ, রহমত, বিল্লাল, মনির, জুলহাস, বাবুল ও জাপানি ফারুক। তাঁরা হাইকোর্টে হাজির হয়ে আজ আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান। আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

পরে আইনজীবী কায়সার কামাল বলেন, আইনজীবী মকবুল হোসেনকে অন্যতম আসামি করে ২৪ জনের বিরুদ্ধে পুলিশ যে মামলাটি করেছে, সে মামলায় ১৪ জনকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময়ে তাঁরা এক ধরনের জামিনের সুবিধা ভোগ করবেন। নাম উল্লেখ থাকা ২৪ জনের মধ্যে ২৩ নম্বর আসামি মিন্টু দুই বছর আগে মারা গেছেন। মামলার ৪ নম্বর আসামি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টিপু সাত বছর ধরে জাপানে রয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলাটি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

১৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বিতণ্ডা থেকে ওই ঘটনার সূত্রপাত। এর জেরে ১৯ এপ্রিল (গত মঙ্গলবার) দিনভর রাজধানীর মিরপুর সড়কের নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয় বিভিন্ন বিপণিবিতানের দোকানমালিক-কর্মচারী ও হকারদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মারা গেছেন দুজন। আহত হয়েছেন অর্ধশত ব্যক্তি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom