নিপীড়ন করে জনগণের আন্দোলন দমানো যাবে না : ডাঃ জাহিদ
সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ১০দফা দাবিতে আগামী ১৮ মার্চ শনিবার দেশব্যাপী সকল মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ গাজীপুর জেলা বিএনপির মানববন্ধনে দলের ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন নিপিড়ন করে জনগণের আন্দোলন দমানো যাবে না।
প্রথম নিউজ,গাজীপুর : সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ১০দফা দাবিতে আগামী ১৮ মার্চ শনিবার দেশব্যাপী সকল মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার গাজীপুর জেলা বিএনপির মানববন্ধনে দলের ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় ডাঃ জাহিদ হোসেন বলেন সরকারের সময় শেষ হয়ে গেছে। দেশবাসী জেগে উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে গনতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। তিনি সকলকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।
তিনি আরও বলেন ১৯৭১ সালে গাজীপুরের মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ করেছিল। এবারও গনতান্ত্রিক আন্দোলনের সুচনা গাজীপুর থেকেই হবে। নিপীড়ন করে জনগণের আন্দোলন দমানো যাবে না। গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের বিজয় সুনিশ্চিত। নিত্যপন্যের উর্ধগতি ও ১০দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির মানববন্ধন দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমান, ডাঃ শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন সবুজ, আনম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, রাশেদুল হক, যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান মুন্না, ছাত্রদলের সদস্য সচিব জনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা খন্দকার আজিজুর রহমান পেরা, এডভোকেট ইকবাল শেখ, হুমায়ুন কবির মাস্টার, শহজাহান ফকির, খালেকুজ্জামান বাবলু, আক্তার মাস্টার , বিল্লাল বেপারি, পারভেজ আহমেদসহ সহস্রাধিক নেতাকর্মী।