বিএনপির তিন নেতাকে তুলে যাওয়ার অভিযোগ

ঢাকা-১৪ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী এস এ সিদ্দিক সাজুর বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ অভিযোগ করেন।

বিএনপির তিন নেতাকে তুলে যাওয়ার অভিযোগ

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শ্যামলীর আদাবরের বাইতুল আমান হাউজিংয়ের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই তিনজনকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

তুলে নিয়ে যাওয়া তিনজন হলেন- ঢাকার কেরানিগঞ্জ থানার (ঢাকা-১৪ সংসদীয় আসন) কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম মমিন, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম শহীদ এবং সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান।

শনিবার দিবাগত রাত ১টার দিকে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী এস এ সিদ্দিক সাজুর বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ অভিযোগ করেন।

এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে আদালত থেকে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রবাড়ী এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ওইদিন বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবিপ্রধান বলেন, বিএনপির ডাকা সমাবেশের কোনো অনুমতি ছিল না। সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় এমপি সালাউদ্দিন আহমেদ প্রধান আসামি। সেই দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার (৪ আগস্ট) সালাউদ্দিন আহমেদসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।।