বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে আইনজীবীদের মানববন্ধন
আজ রবিবার ২৮মে দুপুরে জজকোর্ট এর সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ.জামালপুরঃ কেন্দ্রিয় ও জেলা বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারের দাবিতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা মানববন্ধন করেছে।
আজ রবিবার ২৮মে দুপুরে জজকোর্ট এর সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী নেতা মনজুর কাদের বাবুল, ফজলুল হক, দিদারুল ইসলাম, মোবারক হোসেন, দিলরুবা বেগম প্রমূখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, রাজশাহী ও জামালপুর থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রিয় বিএনপির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবর তালুকদার শামীম ও জামায়াতে ইসলামীর সথারন সম্পাদক হারুন অর রশিদ হারুনের বক্তব্য জনমনে সন্তাস ও নৈরাজ্য সৃস্টি করে। এতে জামালপুরে মানুষের মধ্যে ভীতি ও আংতকের সৃস্টি হয়। এ ঘটনায় জেলা আওয়ামীলৗগের সাধারন সম্পাদক বাবু বিজন কুমার চন্দ বাদী হয়ে বিঞ্জ আইন শৃংখলা বিঘ্নকারী আদালতে মামলা দায়ের করেছেন।