বিএনপি নেতা সালাউদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নেওয়ার অভিযোগ
রবিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রা বাড়ি থেকে উনাকে (হানিফ উড়ালসড়ক সড়ক) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
রবিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রা বাড়ি থেকে উনাকে (হানিফ উড়ালসড়ক সড়ক) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।
ছেলে, তানভীর আহমেদ রবিন বলেন, ‘উনার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দয়া করে আপনারা খোঁজ নেন।’