ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রথম নিউজ, অনলাইন:  বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান ১৬তম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৭০ স্কোর নিয়ে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার বেলা ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। 

এসময় ২০০ একিউআই স্কোর নিয়ে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউসিং এলাকায়।
তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে কল্যাণপুর (১৮৭), গুলশান ২ এর রব ভবন এলাকা (১৭৯), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (১৭৮), বেচারাম দেউড়ি (১৭৭), গুলশান লেকপার্ক এলাকা (১৭৩), পসছিম নাখালপাড়া এলাকা (১৭০), বাসাবো (১৬৯), তেজগাঁয়ের শান্তা টাওয়ার এলাকা (১৬৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (১৬৭)। 

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (২৫২), দ্বিতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো (২৪১)। তৃতীয় ও চতুর্থ রয়েছে চীনের উহান (২২৭) ও মঙ্গোলিয়ার উলানবাটর (২২৩)। শহরগুলোর বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।