বিএনপি নাকি আমাদের ঢাকা থেকে বের করে দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিএনপি নাকি আমাদের ঢাকা থেকে বের করে দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির সমাবেশ জনগণের ক্ষতির কারণ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপি) তো একটা ঘোষণা দিয়েছেন তখন কি হয় আমি জানি না। তারা নাকি লাখ লাখ লোক ঢাকায় আনবেন আগামী ১০ ডিসেম্বর। আমাদের ঢাকা থেকে বের করে দেবেন। তারা নাকি নতুন কিছু চিন্তা করছেন।

‘তাদের অনেক রণকৌশল থাকতে পারে। এগুলো তারা করবেন। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো ধরনের জনদুর্ভোগ বা ক্ষতির কারণ হলে নিরাপত্তা বাহিনী তাদের কাজটি করবে।’

মন্ত্রী আরও বলেন, বিএনপি বিভিন্ন জায়গায় সভা-মিছিল ও বিক্ষোভ করছে। আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই। শৃঙ্খলা মেনে তারা (বিএনপি) যদি সবকিছু পরিচালনা করতে পারে তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু জনগণের দুর্ভোগ সৃষ্টি করে কিংবা চলাচলে বিঘ্ন ঘটে বা জানমালের ক্ষতি করে তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী তাদের কাজটি করবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদিন আগে তার এক আত্মীয় থানায় এসে রিপোর্ট করেছে তাকে পাওয়া যাচ্ছে না। পরে তার লোকেশন দেখলাম তার এক বান্ধবীর বাড়ির কাছে গাজীপুরে। পরে তার মরদেহ পাওয়া গেলো। এটা আমাদের ইনকোয়ারিতে আছে। সঠিক তথ্য পেলে আপনাদের জানাবো।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom