বিএনপি না আসলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: শাহদীন মালিক

ড. শাহদীন মালিক, সরকার সংসদ ভেঙে প্রেসিডেন্টের কাছে তার ক্ষমতা হস্তান্তর করতে পারে, সংসদ ভাঙার পর ৩ মাস সময় থাকে নির্বাচনের।

বিএনপি না আসলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: শাহদীন মালিক

প্রথম নিউজ, অনলাইন: বিএনপি না আসলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক। তিনি বলেন, বিএনপিকে  কীভাবে নির্বাচনে আনা যায় তা নিয়ে আলাপ-আলোচনা করাই শ্রেয়। এখানে (নির্বাচন কমিশন) ইসির থেকে সরকারের ভূমিকা বেশি। বিএনপির সব দাবি মেনে নিতে হবে আমি তা বলছি না, তবে সরকার অনেক কিছু ছাড় দিয়ে সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত দিতে পারে।  মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এমনটাই জানান তিনি।  

ড. শাহদীন মালিক, সরকার সংসদ ভেঙে প্রেসিডেন্টের কাছে তার ক্ষমতা হস্তান্তর করতে পারে, সংসদ ভাঙার পর ৩ মাস সময় থাকে নির্বাচনের। সেই সময় আলাপ-আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে নির্বাচন করা যেতে পারে। বিএনপির মতো বড় একটি দল নির্বাচনে না আসলে তা অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু হবে না।