ফেসবুকে পোস্ট : টাকায় মিলছে ‘এসএসসি’ প্রশ্ন
চক্রটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পর সরবরাহ করে ভুয়া প্রশ্নপত্র।
প্রথম নিউজ, ঢাকা: টাকা দিলেই মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্ন, তাও আবার ফেসবুকের পোস্টে। তবে প্রশ্নপত্র যে আসল নয়, পরীক্ষা পর বুঝতে পেয়ে অভিযোগ করেছেন প্রতারণার শিকার শিক্ষার্থী ও অভিভাবকরা।
চলমান এসএসসি পরীক্ষার সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই ফেইসবুকে সক্রিয় হয়ে ওঠে চক্রটি। শতভাগ কমন পড়ার নিশ্চয়তা দিয়ে এসএসসি, এইচএসসিসহ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির পোস্ট মাঝে মধ্যেই দেখা যায় ফেসবুকে। শুধু প্রশ্নপত্রই নয়, ফলাফল বদলানো, এনআইডি কার্ড সংশোধনসহ নানা অফার দিচ্ছে প্রতারক চক্র। এর ফাঁদে পা দিচ্ছেন দুর্বল শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। চক্রটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পর সরবরাহ করে ভুয়া প্রশ্নপত্র।
ভুয়া প্রশ্ন বিক্রি করা প্রতারক চক্রের সজীবুর রহমান ওরফে শাওন এবং কায়কোবাদ ওরফে সাব্বিরকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
এবিষেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, প্রতারক চক্রটি কাজ হলো প্রশ্ন দেয়ার কথা বলে টাকা নেয়া। টাকার পরিমাণটাও খুব বেশি হয় না। অর্থ নেয়ার শেষে আগের প্রশ্নগুলো ডাউনলোড করে তা দিয়ে দেয়। প্রতারণার শিকার অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের থেকে চক্রটির সম্পর্কে আরো তথ্য জেনে মাঠে থাকবে গোয়েন্দা পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: