ফেসবুকে নগ্ন ছবি ছেড়ে দেয়ায় স্ত্রীর আত্মহত্যা

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৮টায় উপজেলার ছিলাধরচর গ্রামে এ ঘটনা ঘটে।

ফেসবুকে নগ্ন ছবি ছেড়ে দেয়ায় স্ত্রীর আত্মহত্যা

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফেসবুকে নিজের নগ্ন ছবি দেখে অপমান সইতে না পেরে সুমাইয়া আক্তার নামে এক যুবতী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৮টায় উপজেলার ছিলাধরচর গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া নগরকান্দা উপজেলার পুড়াইদা গ্রামের সাখাওয়াতের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে সুমাইয়া তার নানা মালেক মৃধার বাড়ি বেড়াতে এসে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

পারিবারিক সূত্রে আরো জানা গেছে, গত পাঁচ থেকে ছয় মাস আগে ঢাকায় বসবাসরত ইমনের সাথে তিনি (সুমাইয়া) মোবাইলে সম্পর্ক করেন। পরে তাদের বিয়ে হয়। বিয়ের দেড় মাস পরে ওই বিয়ের বিচ্ছেদ হয়। এরপরও ইমন তাকে মোবাইলে বারবার ফোন করে পুনরায় বিয়ে করার জন্য চাপ প্রয়োগ এবং বিরক্ত করতেন। কিন্তু তিনি বিয়েতে রাজি না হওয়ায় তাদের বিয়ের সময়ের নগ্ন ছবি তার মোবাইলে পোস্ট করেন এবং ফেসবুকে ছেড়ে দেন। পরে তিনি ফেসবুকে তার নগ্ন ছবি দেখে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়ারুল ইসলাম জানান, ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামে সুমাইয়া নামে একটা মেয়ে আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। সুমাইয়ার মা ঢাকা থেকে ও বাবা গ্রামের বাড়ি থেকে আসছেন বলে জানিয়েছেন। এরপর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।