ফ্ল্যাটে মিলল স্বামী-স্ত্রীর লাশ

ফ্ল্যাটে মিলল স্বামী-স্ত্রীর লাশ

প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুরের কোনাবাড়ীর একটি ফ্ল্যাটে স্বামী ঝুলন্ত ও স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে কাদের মার্কেট বাইমাইল মধ্যপাড়া এলাকার দেওয়ান মোহাম্মদ হাবিবুর রহমান হবি বহুতল ভবন থেকে ওই দুই লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে ওই স্বামী।

নিহত মৌ আক্তার মিষ্টি (২৩) সিরাজগঞ্জ জেলার তাড়াস থানার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। সিরাজগঞ্জ সরকারি কলেজে পড়তো তিনি। আর তার স্বামী মো. সোহাগ রানা সিরাজগঞ্জ জেলার তাড়াস থানার ধাপ তেঁতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ব্রাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবুর রহমান হবির ভবনের ষষ্ঠতলায় থাকতেন মৌ ও সিদ্দিকুর। দুই মাস আগে এ বাসায় উঠেছিলেন তারা। শুক্রবার থেকে রুমের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা বিষয়টি বাড়ির মালিককে জানান। তিনি এসে দরজা ভেঙে লাশ দুটি দেখেন। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অজয় চন্দ্র রায় বলেন, ধারণা করা হচ্ছে, ‘শুক্রবারের কোনো এক সময় স্ত্রী মৌকে খুন করে সিদ্দিকুর। পরে নিজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় নিহত মৌয়ের বাবা একটি হত্যা মামলা করেছে বলেও জানিয়েছে পুলিশের এ কর্মকর্তা।