ফুলবাড়িয়ায় দুই শিক্ষককে অব্যহতি ২৫ মোবাইল জব্দ

মঙ্গলবার বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় ২৫জন পরীক্ষার্থীকে তল্লাশি করে ২৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফুলবাড়িয়ায় দুই শিক্ষককে অব্যহতি ২৫ মোবাইল জব্দ

প্রথম নিউজ, ফুলবাড়িয়া (ময়মনসিংহ):  ফুলবাড়িয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে দায়িত্ব অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যহতি ও ২৫টি মোবাইল ফোন জব্দসহ এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় ২৫জন পরীক্ষার্থীকে তল্লাশি করে ২৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই পরীক্ষা চলাকালে কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে মো. মনোয়ার হোসেন খান ও মো. হাফিজুর রহমান নামের দুই সহকারী শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয় দাখিল পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্ভন করায় হরিপুর দাখিল মাদরাসার এক পরীক্ষাথীকে বহিস্কার করা হয়।

কেন্দ্রের দায়িত্ব থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানায়, পরীক্ষার হলে দায়িত্ব অবহেলার কারনে দুইজন সহকারি শিক্ষককে অব্যহতি ও কেন্দ্রে পরীক্ষার্থীদের তল্লাশি করে ২৫টি মোবাইল ফোন জব্দ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানায়, অসৎউপায় অবলম্ভন করায় এক পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম ২৫ টি মোবাইল জব্দ  বিষয়ে নিশ্চিত করেছেন