ফরিদপুরে শিশু ধর্ষণ: ৮ অক্টোবরের মধ্যে মামলার অগ্রগতি জানতে চায় মানবাধিকার কমিশন

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছয় বছর বয়সী এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়ে সাত দিন ধরে চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুরে শিশু ধর্ষণ: ৮ অক্টোবরের মধ্যে মামলার অগ্রগতি জানতে চায় মানবাধিকার কমিশন

প্রথম নিউজ, ঢাকা: ফরিদপুরের আলফাডাঙ্গায় ছয় বছর বয়সী এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়ে সাত দিন ধরে চিকিৎসাধীন রয়েছে। গত ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে উপজেলার বুরাইচ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণ একই গ্রামের বাসিন্দা।

‘ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে, মামলা না করতে চাপ’ শীর্ষক একটি সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টিতে এসেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলার সর্বশেষ অগ্রগতি কমিশনকে অবহিত করতে ফরিদপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন। আগামী ৮ অক্টোবরের মধ্যে কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের স্বপ্রণোদিত ওই আদেশে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর পত্রিকায় প্রকাশিত সংবাদ ‘ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে, মামলা না করতে চাপ’-এর প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

প্রতিবেদন মতে, ফরিদপুরের আলফাডাঙ্গায় ছয় বছর বয়সী এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়ে সাত দিন ধরে চিকিৎসাধীন রয়েছে। গত ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে উপজেলার বুরাইচ ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণ একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। অপরদিকে, ভুক্তভোগী শিশুটি দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা রিকশা চালিয়ে ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার দিন বিকেলে ওই শিশু বাড়ির কাছে একটি পুকুরপাড়ে ঘুরতে যায়। সে সময় ওই তরুণ তাকে একা পেয়ে পুকুরপাড়ে একটি পাটখড়ির গাদায় নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর পরিবারের সদস্যরা শিশুটিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শিশুটিকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

সেখানে পাঁচ দিন চিকিৎসা দেওয়ার পর বৃহস্পতিবার শিশুটিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, শিশুটির পরিবার দরিদ্র হওয়ায় এবং অভিযুক্ত তরুণের পরিবার অবস্থাপন্ন হওয়ায় এলাকার প্রভাবশালী ব্যক্তিরা মামলা না করার জন্য শিশুটির পরিবারের ওপর ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে মানবাধিকার কমিশন থেকে ফরিদপুর আলফাডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কমিশনকে অবহিত করেন যে, অভিযোগের বিষয়ে আলমডাঙ্গা থানায় ১৪ বছর বয়সী অভিযুক্ত তরুণের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত তরুণ পলাতক রয়েছে এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ অবস্থায় অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলার সর্বশেষ অগ্রগতি কমিশনকে অবহিত করার জন্য পুলিশ সুপার, ফরিদপুরকে বলা হলো। ৮ অক্টোবর প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে।