ফারাক্কার ১০৯ গেট খুলে দিয়েছে ভারত

এতে রাজশাহীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফারাক্কার ১০৯ গেট খুলে দিয়েছে ভারত

প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশের পূর্বাঞ্চলীয় অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কা বাঁধের ১০৯টি দরজা খুলে দিয়েছে ভারত। দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় সোমবার এই বাঁধ খুলে দেয়া হয়েছে। এতে রাজশাহীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনও বিপদসীমার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম  বলছে, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি পেয়েছে। যে কারণে পানির চাপ সামলাতে ফারাক্কা বাঁধের সব দরজা খুলে দেওয়া হয়েছে। ফলে একদিনে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি প্রবেশ করবে।

পার্শ্ববর্তী জেলার পানি উন্নয়ন বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র জানায়, রোববার পর্যন্ত ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল। বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে, মোট ১০৯টি গেট খোলা হয়েছে। এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এ অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।’