ঢাবির নতুন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

সোমবার তাকে নিয়োগ দেয়া হয়।

ঢাবির নতুন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

প্রথম নিউজ, অনলাইন: প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা কৌতূহল আর গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নতুন ভিসি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই শিক্ষাপ্রতিষ্ঠানের ভিসি হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার তাকে নিয়োগ দেয়া হয়। স্বনামধন্য এই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ৩০তম ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও প্রেসিডেন্টের সম্মতি মিলেছে।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান বর্তমানে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে  ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি কাজ করেছেন ইউএনডি ও আইউসিএন’সহ বিশ্বের নামকরা অনেক সংস্থাতে। দেশের নামকরা অনেক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি জড়িত। আইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর, আরণ্যকের চেয়ারম্যান, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ব্রাকের (BIGD) এর সিনিয়র একাডেমিক এডভাইজারসহ নানা দায়িত্ব তিনি পালন করছেন।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।