ফের রাস্তায় শিল্পী সমাজ
ছাত্র আন্দোলনে হত্যার প্রতিবাদ ও নির্বিচারে শিক্ষার্থীদের গ্রেপ্তারের বিরুদ্ধে ‘গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজ’-এর ব্যানারে তারা সমাবেশ করে।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: শিক্ষার্থীদের পক্ষে গতকাল সকালেও রাস্তায় নামে শিল্পী সমাজ। ছাত্র আন্দোলনে হত্যার প্রতিবাদ ও নির্বিচারে শিক্ষার্থীদের গ্রেপ্তারের বিরুদ্ধে ‘গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজ’-এর ব্যানারে তারা সমাবেশ করে। ধানমণ্ডির আবাহনী মাঠের সামনে সমাবেশে লিখিত বক্তব্যে শিল্পীসমাজের পক্ষ থেকে রাষ্ট্রীয় অবিচার, অনাচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য বলে উল্লেখ করা হয়। সমাবেশে যোগ দেন দৃশ্যশিল্পী, আলোকচিত্রশিল্পী, পারফরম্যান্সশিল্পী, সংগীতশিল্পী, কবি-লেখক-গবেষক-স্থপতি ও শিল্প সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।