ফটোশিকারীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ রণবীর-আলিয়ার

কয়েক সপ্তাহ আগে লুকিয়ে  ছবি তোলার কারণে পাপারাৎজ্জিজের উপর ক্ষেপে গিয়েছিলেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

ফটোশিকারীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ রণবীর-আলিয়ার
ফটোশিকারীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ রণবীর-আলিয়ার

 প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : কয়েক সপ্তাহ আগে লুকিয়ে  ছবি তোলার কারণে পাপারাৎজ্জিজের উপর ক্ষেপে গিয়েছিলেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তবে এই নিয়ে রণবীর এতদিন কিছু না বললেও, এবার খুললেন মুখ। এক সাক্ষাৎকারে রণবীর স্পষ্ট জানালেন, এই ধরনের ঘটনা খুবই কুৎসিত এবং বেআইনি। মুক্তি পেয়েছে রণবীরের নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। এই ছবির প্রচারে এসেই রণবীর জানালেন, গোপনে আমার বাড়ির ছবি তোলা একেবারেই বেআইনি। কোনওভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমরা এই বিষয় পুলিশের সাহায্য নিয়েছি। আইনি পথেই এ ধরনের ঘটনাকে আটকাতে হবে। সম্প্রতি বাড়ির এক কাচের জানলার সামনে বসে ফোনে কথা বলছিলেন আলিয়া। 

পরনে ছিল ঘরের সাধারণ পোশাক। হঠাৎই প্রতিবেশির বাড়ির ছাদ থেকে দুই ক্যামেরাম্যান ছবি তোলে আলিয়ার। আলিয়া সেটি বুঝতেও পারেন। সেই ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসেন আলিয়া। আলিয়া লেখেন, এটা কোন ধরনের রসিকতা! নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। দেখি দু’জন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন! এটা কি সঠিক কাজ? এটা এক জনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে। এরা সবটা অতিক্রম করে ফেলেছে!

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: