পাসপোর্ট-এনআইডি পররাষ্ট্র নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় : মোমেন
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে স্থানীয় সময় রোববার (২৪ সেপ্টেম্বর) ‘বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ যুক্তরাষ্ট্র-ইনক’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রথম নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসীরা পাসপোর্ট এবং এনআইডি যথাসময়ে না পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু পাসপোর্ট বা এনআইডি পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে স্থানীয় সময় রোববার (২৪ সেপ্টেম্বর) ‘বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ যুক্তরাষ্ট্র-ইনক’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশ মিশনগুলো বায়োমেট্রিক এবং তথ্য সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট ও এনআইডি ইস্যু হলে তবেই মিশনের মাধ্যমে সেগুলো বিতরণ করা হয়। এসময় ড. মোমেন বাংলাদেশে প্রবাসীদের জন্য বিনিয়োগ সুবিধার কথা তুলে ধরেন।