পেশীতে তীব্র আঘাত, ক্রাচে ভর দিয়ে হাঁটছেন 'ফাইটার' ঋত্বিক রোশন
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে হৃত্বিক রোশন -দীপিকা পাডুকোন অভিনীত ছবি 'ফাইটার'। বক্স অফিসে ধামাকা করতে না পরালেও মোটামুটি ব্যবসা করছে ছবিটি। এসবের মধ্যেই অসুস্থ অভিনেতা। সম্প্রতি হৃতিক রোশন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেছেন। যাতে দেখা যাচ্ছে তিনি ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। অনুরাগীরা দেখে হতবাক। আসলে কঠিন পেশির সমস্যায় ভুগছেন হৃতিক রোশন। তাঁর সমস্যায় এতটাই গুরুতর যে, ক্রাচ ছাড়া হাঁটতেই পারছেন না অভিনেতা। ছবির মুক্তি পর থেকে সে ভাবে আর ক্যামেরার সামনে দেখা যায়নি অভিনেতাকে। এবার নিজেই তার কারণ জানালেন ঋত্বিক।
এলোমেলো চুল, গাল ভর্তি দাঁড়ি, পরনে হাফ প্যান্ট। কোমরে রয়েছে সাপোর্ট বেল্ট। হৃতিক তাঁর এই কঠিন সময়ে জানান, পুরুষেরা অনেক সময় শক্ত দেখাতে গিয়ে নিজের স্বাস্থ্যকে অবহেলা করেন। উদাহরণ হিসেবে নিজের দাদু ও বাবার কথাও উল্লেখ করেন।
হৃতিক তাঁর পোস্টে লেখেন, ‘‘জানি না, আপনাদের কত জনের ঠিক হুইলচেয়ারে বসে বা ক্রাচ নিয়ে হাঁটার অভিজ্ঞতা রয়েছে। আমি আমার ঠাকুরদাকে দেখেছি। শারীরিক কষ্ট রয়েছে। তবু হুইলচেয়ারে বসবেন না। কারণ, তাতে নাকি তাঁর দুর্বলতা ফুটে উঠবে।'' তিনি আরও লেখেন, 'ভয় এবং বিব্রতবোধ লুকানো র জন্য তাকে কতটা শক্তিশালী হতে হয়েছিল, তা দেখে আমাকে খুব খারাপ লেগেছিল তখন।
আমি বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি। আমার বাবাকেও দেখেছি, এক রকম জেদ করতে।'' আসলে 'ফাইটার' ছবির জন্য গত দু’বছর ধরে হাড়ভাঙা খাটুনি করেছেন ঋত্বিক রোশন। শরীরকে একটি নির্দিষ্ট আকার দিতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন জিমে। এখন পেশিতে টান লাগার ফলে ক্রাচ সঙ্গী হৃতিকের। হৃতিকের পেশিতে খিঁচ লাগার ঘটনার এমন বিস্তারিত ব্যাখ্যা দেখে কী বলছেন তারকারা? টাইগার শ্রফ থেকে বিশাল দাদলানি, নীল নিতিন মুকেশ সকলেই ‘গেট ওয়েল সুন’ বার্তা দিয়েছেন অভিনেতাকে।
আর হৃতিককে একরাশ ভালোবাসা পাঠিয়ে প্রেমিকা সবা আজাদ লিখেছেন, ‘My love you a giant if I ever seen one’। সাবা মনে করেন, শরীরের ঊর্ধ্বে গিয়ে কারোরই 'র্যাম্বো' হওয়া উচিত নয়। ১৪ বছর ঘর করার পর সুজান খানের সঙ্গে বিয়ে ভেঙে যায় হৃতিকের। তারপরেই বছর সতেরোর ছোট সাবার প্রেমে পড়েন তিনি। সূত্র : হিন্দুস্থান টাইমস