পোশাক নিয়ে কড়া সমালোচনায় শ্রেয়া
বর্তমান সময়ে তারকা এবং নেটিজেনদের সম্পর্ক দারুণ জমে। পান থেকে চুন খসলেই শুরু হয় নানা ধরণের আলোচনা-সমালোচনা।

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে তারকা এবং নেটিজেনদের সম্পর্ক দারুণ জমে। পান থেকে চুন খসলেই শুরু হয় নানা ধরণের আলোচনা-সমালোচনা। আর তারকাদের জন্যও এ বিষয়টি নতুন কিছু নয়। বিভিন্ন কারণে নেটনাগরিকদের নিন্দার মুখে পড়েন তারা। এবার এ দশা হলো ভারতীয় অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরির। অন্তর্বাস না পরায় কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন শ্রেয়া। কখনও দাঁড়িয়ে কখনও বসে। কিছু ছবিতে পরে আছেন শুধুই একটি সাদা শার্ট। ‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেত্রীর উস্কোখুস্কো খোলা চুল কাঁধ বেয়ে নেমেছে বুকের একপাশে।
ঢিলেঢালা শার্টের ওপরের দিকের সব বোতাম খোলা। অন্তর্বাস নেই। যদিও শার্টের নিচের দিকে একটি বোতাম আটকানো। সেভাবেই ছবি দিয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী। শ্রেয়ার এই রূপ দেখে ঘুম চলে গেছে অনুরাগীদের। একজন লেখেন, ভাষা হারালাম! কেউ আবার আগুনের ইমোজি দিয়ে ভরিয়েছেন কমেন্টবক্স। উল্লেখ্য, শ্রেয়ার ‘দুঃসাহসী’ ছবি ভাইরাল সমাজমাধ্যমে। তিনি এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছেন ওটিটি মাধ্যমে। ‘স্ক্যাম ১৯৯২’ এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ অভিনয় করে এরইমধ্যে তারকা খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: