পুলিশের ৩৬৫ সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টির চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার
এতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদ ১০টি, উপমহাপরিদর্শক (ডিআইজি) পদ ৬৫টি, অতিরিক্ত উপমহাপরিদর্শক পদ ১৪০টি এবং পুলিশ সুপারের (এসপি) ১৫০টি নতুন পদ রয়েছে।
প্রথম নিউজ, অনলাইন: নির্বাচনকে সামনে রেখে পুলিশের ৩৬৫ সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টির চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত 'প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদ ১০টি, উপমহাপরিদর্শক (ডিআইজি) পদ ৬৫টি, অতিরিক্ত উপমহাপরিদর্শক পদ ১৪০টি এবং পুলিশ সুপারের (এসপি) ১৫০টি নতুন পদ রয়েছে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৫২৯টি পদ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কয়েক দফায় ৩৬৫টি পদের অনুমোদন দেয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাব 'প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে' পাঠানো হয়। আজকের বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। সরকার প্রধানের সম্মতির পর এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট পদগুলোতে পদোন্নতির প্রক্রিয়া শুরু করবে।
সূত্র জানায়, সাধারণত রাজস্ব খাতে কোনো পদ সৃষ্টি সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে গেলে অনেক যাচাই-বাছাইয়ের পর সেগুলোর অনুমোদন দেয়া হয়। তার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দফায় দফায় বিভিন্ন বিষয়ের তথ্য সরবরাহ করতে হয়। প্রশাসন ও পুলিশ ক্যাডারের পদোন্নতি বা পদ সৃষ্টির প্রস্তাব করা হলে সেগুলো খুব দ্রুত অনুমোদন পায়। কিন্তু অন্য ক্যাডারের ক্ষেত্রে তা হয় না। এটা এখন অনেকটা রীতিতে পরিণত হয়েছে। উল্লিখিত পদগুলোর মধ্যে প্রথম দুই দফায় ৩৪২টি পদের অনুমোদন দেয়া হয়েছিল। সবশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৩টি পদের অনুমোদন দেয়া হয় গত (২৩শে অক্টোবর) সোমবার।