প্রয়োজনীয় সংস্কার শেষে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে : মঈন খান

প্রয়োজনীয় সংস্কার শেষে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে : মঈন খান

প্রথম নিউজ, ঢাকা :  স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে আসতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মহিদুর রহমান ১৭ বছর পর গত ১৬ নভেম্বর সকালে যুক্তরাজ্য থেকে সিলেট পৌঁছান।

মঈন খান বলেন, নির্বাচন কমিশন গঠন করে সরকার একটি ভালো পদক্ষেপ গ্রহণ করেছে।
এখন অনতিবিলম্বে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কোনো দিন থেমে থাকে না। দেশকে স্বৈরাচার ব্যবস্থা থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে এই সরকারের মূল ম্যান্ডেট।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।