প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে দক্ষিণ কোরিয়ায়

নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দক্ষিণ কোরিয়ায় বুধবার (৯ মার্চ) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে

 প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে দক্ষিণ কোরিয়ায়
প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে দক্ষিণ কোরিয়ায় -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দক্ষিণ কোরিয়ায় বুধবার (৯ মার্চ) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি নিয়ন্ত্রণের জন্য নির্বাচনে লড়ছেন উদারপন্থী ও ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টির লি জায়ে মিউং এবং তার মূল প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দল পিপল পাওয়ার পার্টির ইউন সুক ইওল।

দেশটির সঙ্গে প্রতিবেশী উত্তর কোরিয়ার পারমানবিক ইস্যুতে উত্তেজনা, বেকার সমস্যা, আবাসন সংকটসহ নানাবিধ সমস্যা চিহ্নিত হয়েছে এই নির্বাচনকে ঘিরে।

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে দক্ষিণ কোরিয়ায়

নির্বাচনের পূর্বের জরিপ বলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে ভোটে। বিদায়ী প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবার নিবাচনী দৌড়ে নেই। দক্ষিণ কোরিয়ার নেতারা এককভাবে পাঁচ বছর মেয়াদের জন্য দায়িত্ব পান। মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের ভোটে।

৫৭ বছর বয়সী প্রেসিডেন্ট প্রার্থী লি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এবং তরুণ বয়সে কারখানায় কাজ করতেন। তিনি সিভিল আইনজীবী হিসেবে আইনপেশায়ও নিযুক্ত ছিলেন। পরে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের সেওংনামের মেয়র হন। এরপর রাজ্য প্রধান হন গিয়াংগি প্রদেশের। অপরদিকে, ৬১ বছর বয়সী ইউন, একজন নবাগত রাজনীতিক, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে অধ্যয়ন করেন তিনি। এরপর প্রসিকিউটর জেনারেল হয়েছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে দক্ষিণ কোরিয়ায়

আরও দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে সিম স্যাং-জং, একজন প্রগতিশীল রাজনীতিবিদ যিনি সাম্প্রতিক জরিপ ভোটে তৃতীয় অবস্থানে রয়েছেন।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ১৮ বছরের ঊর্ধ্বে চার কোটি ৪০ লাখ ভোটার ভোট দিতে সক্ষম। দেশটিতে মোট জনসংখ্যা ৫ কোটি ২০ লাখ। আগাম ভোট দেওয়ার অনুমতি দেওয়ার পর রেকর্ড ৩৬ দশমিক ৯ শতাংশ ভোটার গত শুক্রবার ও শনিবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে দক্ষিণ কোরিয়ায়

ভোটগ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। মধ্যরাতেই চূড়ান্ত ফলাফল আসতে পারে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী মে মাসে ক্ষমতায় বসবেন দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত ২০তম প্রেসিডেন্ট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom