প্রেস ক্লাব এলাকায় বিএনপি নেতাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নেতাকর্মী নিয়ে এ কর্মসূচি পালন করেন।
প্রথম নিউজ, ঢাকা: ৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতারা।
শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নেতাকর্মী নিয়ে এ কর্মসূচি পালন করেন।
এসময় তারা প্রেস ক্লাব এলাকায় সব শ্রেণি-পেশার মানুষের নিকট লিফলেট বিতরণ করেন। নেতাকর্মীদের নিয়ে তারা জনসাধারণের কাছে ‘ডামি নির্বাচন বর্জন’ ও অসহযোগ আন্দোলনে সহযোগিতার আহ্বান জানান।
এসময় আব্দুল মঈন খান বলেন, অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে। ক্ষমতাসীনদের বিদায় না দেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।