প্রেমিকাকে বিয়ে করতে না পেরে কিশোরের 'আত্মহত্যা'

 বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

প্রেমিকাকে বিয়ে করতে না পেরে কিশোরের 'আত্মহত্যা'
প্রতীকি ছবি

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় প্রেমিকাকে বিয়ে করতে না পারায় জাহিদ নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত জাহিদ উপজেলার সদর ইউনিয়নের বড়টেক এলাকায় সুরুজ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের এক কিশোরীর সঙ্গে জাহিদের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই কিশোর তার প্রেমিকাকে বিয়ে করতে প্রস্তাব দেয়। কিন্তু উভয়ের বয়স কম থাকায় পরিবারের লোকজন বিয়েতে রাজি হননি। 

এদিকে প্রেমিকাকে বিয়ে করতে না পারায় তার বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করে জাহিদ। পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে গাজীপুরে রেফার্ড করেন। 

পরে তার অবস্থার আরও অবনতি হলে দ্রুত ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম যুগান্তরকে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom