পুরান ঢাকায় খাবার হোটেলে আগুন
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় একটি খাবারের হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রোববার (১৪ মে) সকাল ৯টা ৩৪ মিনিটে পুরান ঢাকার নবাবপুর রোডে একটি খাবার হোটেলে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ সকাল ৯টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা সকাল ৯টা ৫৩ মিনিটে আগুন নির্বাপণ করেছে বলে আমাদের জানায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।