মুক্তিযোদ্ধাদের অপমান ও কালিমালিপ্ত করাই বর্তমান সরকার প্রধানের কাজ: রিজভী

শনিবার (১৩ মে) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের অপমান ও কালিমালিপ্ত করাই বর্তমান সরকার প্রধানের কাজ: রিজভী

প্রথম নিউজ, নিজস্ব প্রতিবেদক: অবৈধ সরকারের ক্ষমতার মোহে নিজের বাবা মাকে ভূলে গিয়ে অবৈধ এমপিরা অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে গত পরশু একটি মামলা দেওয়া হয়েছে।মামলাটি প্রধানমন্ত্রীর নির্দেশেই করা হয়েছে। কেন করা হয়েছে ক্ষমতার ভাগ পেতে, ক্ষমতার মায়া হরিণের ভাগীদার হতে। অথচ যিনি মামলা করেছেন তার মা একটি বইয়ে লিখেছেন সেদিন খালেদ মোশাররফ এবং কর্ণেল হুদাকে সুরক্ষা করার জন্য জিয়াউর রহমান দায়িত্ব দিয়েছিলেন আরেকজন সেনাকর্মকর্তাকে। কে বলেছেন?  যিনি এই মামলা করেছেন তার মা। অথচ যিনি তার নিজের মায়ের বই পড়েন না নিজের বাবার বই পড়েন না তিনি অবৈধ ভোট চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনে মামলা করেছেন একজন খ্যাতনামা দেশপ্রেমিক বীর মুক্তিযুদ্ধার বিরুদ্ধে। 

শনিবার (১৩ মে) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।  বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার মুক্তিযোদ্ধাদের প্রতি এত অবজ্ঞার কারণ, তার পরিবারের মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো অবদান নেই। তাই মুক্তিযোদ্ধাদের অপমানিত ও কালিমালিপ্ত করাই বর্তমান সরকার প্রধানের কাজ। এটাই তিনি করেছেন।

রিজভী বলেন,'যারা সিগারেট চেয়ে খেত তারা এখন ব্যাঙ্কের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, কে বলেছেন এই কথা? বিএনপির লোক বলেননি, বিরোধীদলের লোক বলেননি স্বয়ং আওয়ামী লীগের শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন। তারাই এখন কালো টাকার মালিক তারাই বিদেশে টাকা পাচার করছেন। তাদের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা।

এসময় বিএনপির এই মুখপাত্র আরও বলেন, 'কারাগারে অত্যাচার করা হচ্ছে সাইফুল আলম নীরব, আব্দুল মোনায়েম মোন্না, গোলাম মওলা শাহিন, কমিশনার হারুন সহ-আটাক নেতাকর্মীদেরকে।তাদের মুক্তি দিতে হবে।মুক্তি দিতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।

মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে, সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের রফিকুল আলম মজনুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির মির্জা আব্বাস,ড.খন্দকার মোশারফ হোসেন,আব্দুল মঈন খান,ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।