ফুলবাড়িয়ায় পৌর বিএনপি'র নেতার কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় যুবদল নেতা 

শুক্রবার (১২ মে) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় মরহুম আনিছ কমিশনার এর বাড়িতে কবর জিয়ারত করলেন উপজেলা বিএনপি সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার।

ফুলবাড়িয়ায় পৌর বিএনপি'র নেতার কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় যুবদল নেতা 

প্রথম নিউজ,  ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: একসময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক মরহুম আনিছুর রহমান আনিছের কবর জিয়ারত করলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জননেতা আব্দুল করিম সরকার। শুক্রবার (১২ মে) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় মরহুম আনিছ কমিশনার এর বাড়িতে কবর জিয়ারত করলেন উপজেলা বিএনপি সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার।

এসময় কবর জিয়ারতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ, বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বিএ,প্রভাষক এনামুল হক,ময়মনসিংহ মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডঃ পারোয়ার হোসেন পিন্টু,পৌর যুবদলের সাধারন সম্পাদক লুৎফর কবির সালেক, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

কবর জিয়ারত শেষে আব্দুল করিম সরকার তিনি বলেন, আল্লাহ তা'আলা যেন আনিছ কমিশনারকে বেহেস্ত নসিব করে। মরহুমের পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দান করে।আনিছ কমিশনার যে দলকে ভালোবাসতেন যে দলকে হৃদয়ে ধারণ করতেন সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন।
তিনি আরো বলেন,আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই জালিম সরকারকে বিতাড়িত করতে হবে।