১৭ই মে’র পরে ইমরান খানকে গ্রেপ্তার করা হবে

এমন ইঙ্গিতই দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

১৭ই মে’র পরে ইমরান খানকে গ্রেপ্তার করা হবে

প্রথম নিউজ,  অনলাইন ডেস্ক: ১৭ই মে’র পরে আবারও গ্রেপ্তার করা হবে পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। এমন ইঙ্গিতই দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। টিভি চ্যানেলগুলোর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান খানের জামিন প্রসঙ্গে এমন ইঙ্গিত দেন তিনি। রানা সানাউল্লাহ বলেন, আদালত যদি ইমরান খানকে ১৭ই মে পর্যন্ত সুরক্ষা দেয়, তাহলে এ সময় তাকে গ্রেপ্তার করা হবে না। তবে তিনি যদি গ্রেপ্তার হওয়ার মতো কিছু করে থাকেন, তাহলে এরপরে আমরা আবার তাকে গ্রেপ্তার করবো।

ডনের খবরে জানানো হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পেয়েছেন ইমরান খান। তাছাড়া তাকে আগামী ১৭ই মে পর্যন্ত গ্রেপ্তারে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। ফলে ইমরান খান আপাতত মুক্ত ও সুরক্ষিত। রানা সানাউল্লাহও জানিয়েছেন, আদালতের আদেশ কার্যকর করা হবে। তবে গ্রেপ্তারের কারণ থাকলে তাকে এরপরে গ্রেপ্তার করা হবে।

এসময় তিনি গত কয়েক দিন ধরে দেশব্যাপী পিটিআই সমর্থকদের তাণ্ডবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আদালত এগুলোকে সহজ করে দেখতে পারে, কিন্তু আমাদেরকে অবশ্যই তাদের দেশবিরোধী এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।