প্রধানমন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস, বিএনপি নেতা গ্রেপ্তার
![প্রধানমন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস, বিএনপি নেতা গ্রেপ্তার](https://prothom.news/uploads/images/2023/09/image_750x_6503e662213fb.jpg)
প্রথম নিউজ , বরিশাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বরিশালের গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পৌরসভার উত্তর বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি শিকদার মিমি (২৫) ও তার বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদার (৬০) এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়। দ্রুতবিচার আইনে মামলাটি দায়ের করেন সান্টু। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার ২নং আসামি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেপ্তার করে।
তাকে ওইদিনই বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।