প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে হার নারী দলের
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডেতে হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ নারী দলের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান নারী দল। এতে করে সিরিজে ১-০তে এগিয়ে গেলো পাকিস্তানের মেয়েরা।
শনিবার (৪ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। ব্যাটিংয়ে নেমে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট আর ১৫১ বল হাতে রেখেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। ২৭ রানে তিন উইকেট হারায় তারা। এরপর অধিনায়ক নিদা দার ৩৫, আর আলিয়া রিয়াজের উপর ১৬ রানের উপর ভর করে ৫ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তানের মেয়েরা। এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা। ১৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। একইভাবে বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা।
দলের হয়ে দুই অংকের ঘরে পৌঁছান কেবল নিগার সুলতানা (১৩), ফাহিমা খাতুন (১৮) ও রিতু মনি (১৪)। বাকিদের আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৩১.৫ ওভারে ৮১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারী দল।
পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল। ৩টি করে উইকেট পেয়েছেন উম্মে হানি ও নিদা দার।