পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে দক্ষিণ কোরিয়া

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: শেষ ষোলোতে যেতে জয়ের বিকল্প ছিল না দক্ষিণ কোরিয়ার। সেটাই করল এশিয়ার দেশটি। রোনালদোর পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিতও করেছে তারা। অন্য ম্যাচে উরুগুয়ে ঘানাকে ২-০ গোলে হারালেও ছিটকে গেছেন লুইস সুরায়েজরা। এইচ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। রানারআপ হয়ে নকআউটে গেলো দক্ষিণ কোরিয়াও। আল জানুব স্টেডিয়ামে ম্যাচটির শুরুর আগে উরুগুয়ে ছিল জটিল অঙ্কের চক্করে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র আর পর্তুগালের কাছে ২-০ ব্যবধানে হারায় মাথার ওপর ছিল গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা। দুই জয়ে আগেই শেষ ষোলোয় জায়গা করে নেয় পর্তুগাল। অপর জায়গার দৌড়ে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারানো ঘানা। ১ পয়েন্ট নিয়ে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ছিল তুলনামূলক পিছিয়ে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা উরুগুয়ে ঠিকই জিতেছে ২-০ গোলে।
কিন্তু পর্তুগালকে হারিয়ে গোল বেশি দেয়ায় শেষ ষোলোর টিকেট পেয়েছে দক্ষিণ কোরিয়া। ‘এইচ গ্রুপে তিন ম্যাচ শেষে পর্তুগালের সংগ্রহ ছয় পয়েন্ট। অপরদিকে এক জয় এক ড্র আর এক হারে চার পয়েন্ট করে আছে কোরিয়া ও উরুগুয়ের। দুই দলের গোল ব্যবধানও সমান (০)। তবে আসরে চারটি গোল দিয়েছে দক্ষিণ কোরিয়া। হজমও করেছে চারটি। উরুগুয়ে গোলের খাতাই খুলেছে আজ। অর্থাৎ ঘানার বিপক্ষে এই দুটি গোলই তাদের সম্বল। তারা হজম করেছে দুই গোল। কিন্ত গোল বেশি দেয়ার সুবিধা কাজে লাগিয়ে নকআউট পর্বে উঠলো দক্ষিণ কোরিয়া।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews