পীরগঞ্জে মজুরির টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন দিনমজুর
বুধবার সন্ধ্যায় উপজেলার জাবরহাট ইউনিয়নের বিদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ঠাকুরগাঁও: পীরগঞ্জে মজুরির পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে জয়নউদ্দীন নামে এক দিনমজুরকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার জাবরহাট ইউনিয়নের বিদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটে। জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, বিদ্ধিগাঁও গ্রামের দিনমজুর জয়নউদ্দীন কয়েক দিন আগে একই এলাকার ফরহাদ হোসেনের সরিষা খেতে দিনহাজিরায় কাজ করেন। কয়েক দিন কাজ করার পর মালিক ফরহাদের কাছে মজুরির ১ হাজার ২০০ টাকা বকেয়া পড়ে।
বুধবার সন্ধ্যায় বিদ্ধিগাঁও বাজারে ফরহাদের কাছে মজুরির পাওনা চায় জয়নউদ্দীন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে ফরহাদের ছেলে কামরুজ্জামান জয়নউদ্দীনের গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলেই জয়নউদ্দীন মারা যান।
বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ৯টার দিকে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিদ্ধিগাঁও বাজারে একজনকে হত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: