প্রাকৃতিক উপায়ে সুস্থ চুল
চুলের সাধারণ সমস্যাগুলোর মধ্যে চুল পড়ে যাওয়া, খুশকির উপদ্রব কিংবা চুল রুক্ষ হয়ে যাওয়া অন্যতম
প্রথম নিউজ, ডেস্ক : চুলের সাধারণ সমস্যাগুলোর মধ্যে চুল পড়ে যাওয়া, খুশকির উপদ্রব কিংবা চুল রুক্ষ হয়ে যাওয়া অন্যতম। প্রাকৃতিক উপায়েই সমাধান করতে পারেন এসব সমস্যার। এজন্য শ্যাম্পু করার আগে একটু সময় বের করে ঘরে তৈরি করে নিন হেয়ার প্যাক।
একটি ডিম ফেটিয়ে নারিকেল তেল ও মধু মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
নিমপাতা বাটা, পেঁয়াজের রস, লেবুর রস, মেথি বাটা ও টক দই একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের গোড়া শক্ত করতে সপ্তাহে দুইদিন পেঁয়াজের রস ঘষে ঘষে লাগান। ২০ মিনিট রেখে ভালো করে শ্যাম্পু করে নিন।
চারভাগের একভাগ আমন্ড ওয়েলের সঙ্গে আধা কাপ অ্যালোভেরার রস মিশিয়ে মাথায় লাগান। চুলের ময়েশ্চার বাড়বে।
৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ৩ টেবিল চামচ পাকা পেঁপে, ৩ চা চামচ অলিভ অয়েল ও ৩ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে নিন। চুলের রুক্ষতা দূর হবে।
ফেটে যাওয়া কিংবা রুক্ষ হয়ে যাওয়া চুলের জন্য কন্ডিশনার মহৌষধ। চুলের সুস্থতায় নিয়মিত কন্ডিশনার ব্যবহারের বিকল্প নেই। বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের কন্ডিশনার। চুলের ধরন অনুযায়ী বেছে নিতে পারেন সেগুলো। তবে সম্ভব হলে ব্যবহার করুন প্রাকৃতিক কন্ডিশনার। নির্জীব চুলে এটি কাজ করবে দ্রুত। বাসায় বসে কন্ডিশনার বানিয়ে নিতে পারেন আপনিও-
এক মগ পানিতে এক চা চামচ ভিনেগার মিশিয়ে শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন। চুলের ঝলমলে ভাব বাড়বে।
চা পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে রাখুন। শ্যাম্পু করার পর ছেঁকে চায়ের লিকারটুকু নিয়ে ধুয়ে ফেলুন চুল। চমৎকার কন্ডিশনারের কাজ করবে এটি।
এক মগ পানিতে একটি লেবু চিপে চুল ধুয়ে নিন। জৌলুস বাড়বে চুলের।
এক টেবিল চামচ বেকিং সোডা এক কাপ পানিতে মিশিয়ে নিন। মিশ্রণটি বোতলে নিয়ে ভালো করে ঝাঁকান। গোসল শেষে মাথার তালুতে লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গামলায় পানি নিয়ে একটি লেবুর রস মিশান। পাঁচ ফোটা নারিকেল তেল কিংবা তিলের তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন।