প্যারাগুয়ের জালে জাপানের ৫ গোল, জয় পেলো ফ্রান্সও

 প্যারাগুয়ের জালে জাপানের ৫ গোল, জয় পেলো ফ্রান্সও

প্রথম নিউজ, ডেস্ক : প্যারিস অলিম্পিকে দুর্দান্ত সূচনা করেছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। লাতিন আমেরিকান প্রতিনিধি প্যারাগুয়ের জালে গুনে গুনে ৫বার বল জড়িয়েছে তারা। জয় পেয়েছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। অন্যদিকে স্বাগতিক ফ্রান্স ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ২০০৮ সালের পর ফুটবলে ফিরে আসা যুক্তরাষ্ট্রকে।

বোর্দক্সে প্যারাগুয়ের মুখোমুখি হয় জাপান। সিনিয়র ফুটবলে শক্তি এবং সামথ্যে এগিয়ে প্যারাগুয়ে। তবে অলিম্পিক ফুটবলে সেই পার্থক্য মোটেও কাজে লাগলো না। বরং, জাপানের সামনে রীতিমত অসহায় হয়ে পড়েছিলো লাতিনের দেশটি।

সুনসুকে মিতো ১৮ মিনিটে গোলের সূচনা করেন। ২৫তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। উইলডার ভিয়েরা লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে জাপান। ৬৩তম মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন সুনসুকে মিতো। ৬৯তম মিনিটে রিহিতো ইয়ামামোতো গোল করে ৩-০ ব্যবধানে জাপানকে এগিয়ে দেন। এরপর ৮১ এবং ৮৭ মিনিটে জোড়া গোল করেন শোতা ফুজিও।

মার্শেইয়ে অরেঞ্জ ভেলেড্রোম স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের জালে ৩বার বল জড়ায় ফ্রান্স। প্রথমার্ধ কোনো গোলই হয়নি। দ্বিতীয়ার্ধে গিয়ে জ্বলে ওঠে ফরাসীরা। ৬১ মিনিটে প্রথম যুক্তরাষ্ট্রের গোলের তালা খোলেন আলেকজান্ডার ল্যাকাজেটে। ৬৯ মিনিটে মিকায়েল ওলিসে গোল করে ব্যবধান বাড়ান। ৮৫ মিনিটে গোল করেন লোইক ব্যাডে।

অলিম্পিকে বুধবার অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে- নিউজিল্যান্ড এবং ইরাক। ২-১ গোলে গিনিকে হারিয়েছে নিউজিল্যান্ড। একই ব্যবধানে ইউক্রেনকে হারায় ইরাক। এছাড়া মিশর ও ডোমিনিকান রিপাবলিক গোলশূন্য এবং মালি ও ইসরায়েল ১-১ গোলে ড্র করে।