পাবনায় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ
আহতরা হলেন- পাবনার আতাইকুলা থানার শিমুলচরা গ্রামের আজিজুল হক (৫১), কৈজুরি শ্রীপুর গ্রামের রকিব হাসান (৪০) ও চর বলরামপুর গ্রামের খবির উদ্দীন প্রামানিক (৫৫)।
প্রথম নিউজ, পাবনা: পাবনার ঈশ্বরদীতে সড়ক কার্পেটিংয়ের সময় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাবনার আতাইকুলা থানার শিমুলচরা গ্রামের আজিজুল হক (৫১), কৈজুরি শ্রীপুর গ্রামের রকিব হাসান (৪০) ও চর বলরামপুর গ্রামের খবির উদ্দীন প্রামানিক (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মুলাডুলির নিকরহাটা থেকে নারিচা পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজের সময় বিটুমিনের ড্রামে কেরোসিন ঢালতে গিয়ে হঠাৎ ড্রামে আগুন জ্বলে ওঠে। এতে মুহূর্তের মধ্যে তিন শ্রমিক দগ্ধ হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহত শ্রমিক খবির হোসেন বলেন, কোনো কিছু বুঝে উঠার আগেই বিটুমিনের ড্রামে আগুন ধরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় তিনজন মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফেরার পর দেখতে পাই কোমর থেকে শরীরের নিচের অংশ পুড়ে গেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনজনের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তাদের সবার উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, দগ্ধ রোগীদের অবস্থা খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews