‘পাবনার ভাবনা’ নিয়ে আফজাল হোসেন
গেল কয়েক বছর ধরেই ঈদে নতুন কাজ নিয়ে ভক্ত-দর্শকদের সামনে আসছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গেল কয়েক বছর ধরেই ঈদে নতুন কাজ নিয়ে ভক্ত-দর্শকদের সামনে আসছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। এবারও এর ব্যতিক্রম হবে না। এবার ঈদেও গুণী এই অভিনেতার ছোটকাকু সিরিজ থাকছে। আর এবারের সিরিজের কাজ শুরু হবে আজ সোমবার থেকে। এমনটাই জানালেন এই সিরিজের পরিচালক ও অভিনেতা আফজাল হোসেন। এবার ৭ পর্বের সিরিজের নাম রাখা হয়েছে ‘পাবনার ভাবনা’। আফজাল হোসেন বলেন, ‘প্রত্যেকবার আলাদা আলাদা গল্প নিয়ে নাটক পরিচালনা করি। এবারও নতুন একটি গল্প বেছে নিয়েছি। এবারের গল্প আরও ভিন্ন ও সুন্দর। এই সিরিজের প্রতি দর্শকদের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে ঈদের সময় দর্শকরা ছোটকাকু সিরিজের জন্য অপেক্ষা করেন। আমিও চেষ্টা করি ভালো একটি নাটক নির্মাণের জন্য।’
তিনি জানান, ‘পাবনার ভাবনা’ নাটকে অভিনয় করছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, সমু চৌধুরীসহ অনেকে। আর রাজধানীর অদূরে আজ থেকে শুরু হওয়া এই নাটকের শুটিং চলবে টানা কয়েক দিন। ঈদে নাটকটি প্রচার হবে চ্যানেল আইতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: