আইএফআইসি ব্যাংক ও এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের মধ্যে চুক্তি
প্রবাসী বাংলাদেশিদের উপার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে আর্ন্তজাতিক মানি ট্রান্সফার কোম্পানি এনইসি মানি ট্রান্সফার লিমিটেড ইউকে-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইএফআইসি ব্যাংক।
প্রথম নিউজ, ঢাকা : প্রবাসী বাংলাদেশিদের উপার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে আর্ন্তজাতিক মানি ট্রান্সফার কোম্পানি এনইসি মানি ট্রান্সফার লিমিটেড ইউকে-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইএফআইসি ব্যাংক।
এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) আইএফআইসি টাওয়ার-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর ফরাজী, এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের পরিচালক ও ফরাজী হসপিটাল এর চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী।
অনুষ্ঠানের শুরুতেই এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর ফরাজীকে ফুল দিয়ে স্বাগত জানান আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় আইএফআইসি ব্যাংকের অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালকরাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এ সেবার মধ্য দিয়ে দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের ১২৪৩টি শাখা-উপশাখার মাধ্যমে এনইসি মানি ট্রান্সফার লিমিটেড এর মাধ্যমে প্রবাস থেকে পাঠানো অর্থ সহজেই উত্তোলন করা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: