পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত
সোমবার (১৭ জুলাই) বেলা ১২ টার দিকে ঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
প্রথম নিউজ, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পদ্মার তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে নদী পার হতে যানবাহনের স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ফেরি চলাচল ব্যাহত হলেও দৌলতদিয়া ঘাট প্রান্তে কোনো যানবাহনের সিরিয়াল নেই।
সোমবার (১৭ জুলাই) বেলা ১২ টার দিকে ঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ১৮টি ফেরির মধ্যে বর্তমানে ছোটবড় ১২টি ফেরি চলাচল করছে। এরমধ্যে ৫টি রো রো (বড়), ৫টি ইউটিলিটি (ছোট) ও ২টি কে টাইপ ফেরি চলছে।
সাভার থেকে আসা ট্রাক চালক শেখ সবুজ বলেন, পাটুরিয়া ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠতে পেরেছি। তবে নদীতে পানি বাড়ার কারণে ফেরিতে নদী পার হতে আগের চেয়ে দ্বিগুণ সময় লেগেছে। তবে ঘাটে এসে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা বাসের চালক শরিফুল বলেন, ঘাট এলাকায় কোন যানজট নেই। তবে নদীতে পানি বাড়ার ফলে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ৪০ মিনিটের নদী পথ পার হতে ১ ঘণ্টার বেশি সময় লাগছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, পদ্মায় পানি বাড়াতে নদী পার হতে ফেরিগুলোতে বেশী সময় লাগছে। পাটুরিয়া থেকে একটি ফেরি দৌলতদিয়া যেতে কমপক্ষে ১ ঘণ্টা সময় লাগছে। আমাদের দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করছে। ফেরি পেতে কোন যানবাহন কে ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছেনা। সরাসরি তারা টিকেট কেটে ফেরিতে উঠতে পারছে।